গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অধীনে প্রতিটি উপজেলায় উপজেলা মৎস্য অধিদপ্তর অবস্থিত। উপজেলা মৎস্য দপ্তর উপ-পরিচালক, খুলনা এবং জেলা মৎস্য অফিসার, সাতক্ষীরা কর্তৃক নিয়ন্ত্রিত। উপজেলা মৎস্য দপ্তর, শ্যামনগর-এর উপজেলা মৎস্য অফিসারের পদটি ১০সেপ্টেম্বর ২০০১ সনে সিনিয়র উপজেলা মৎস্য অফিসার পদে উন্নীত করা হয়। প্রতিষ্ঠা্ লগ্ন থেকে উপজেলা মৎস্য দপ্তর মৎস্য চাষে নতুন প্রযুক্তি উদ্ভাবন, মৎস্য চাষীদের সম্প্রসারণ সেবা প্রদান করে এলাকায় মৎস্য সম্পদের উৎপাদন বৃদ্ধি করছে। শ্যামনগর উপজেলায় ১৫১৫৮ বাগদা চিংড়ি ঘের যার আয়তন ১৭৫০০ হেক্টর এবং ৭০টি গলদা চিংড়ি ঘের যার আয়তন ৩৯ হেক্টর এবং উৎপাদন যথাক্রমে ৫৬৯২.৭৯ মেট্রিক টন এবং ১২ মেট্রিক টন। এছাড়া চিংড়ি ঘেরে চিংড়ির পাশাপাশি ৭৪৫০ মেট্রিক টন সাদা মাছ উৎপাদিত হয়। উপজেলার ০৫টি মৎস্য আড়ৎ থেকে প্রতিদিন দেশের বিভিন্ন শহরে মাছ সরবরাহ করে শ্যামনগরের মৎস্য সম্পদ পরিচিত লাভ করেছে। উৎপাদিত চিংড়ি বিপননে লাইসেন্সপ্রাপ্ত ৮৩টি চিংড়ি ডিপো এবং ০৬টি বরফ কল বিদ্যমান। শ্যামনগর উপজেলায় উৎপাদিত মৎস্য দেশে ও বিদেশে চাহিদা রয়েছে।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS