কনটেন্টটি শেয়ার করতে ক্লিক করুন
উপজেলা মৎস্য দপ্তর, শ্যামনগর, সাতক্ষীরা প্রতিষ্ঠা লগ্ন থেকে উপকূলীয় শ্যামনগর উপজেলায় চিংড়ি চাষ কার্যক্রম সম্প্রসারণ, আধুনিক উন্নত পদ্ধতিতে বাগদা চিংড়ি চাষ, গুনগত মান সম্পন্ন চিংড়ি উৎপাদনে বাগদা চিংড়ি চাষীদের গুড একুয়াকালচার প্রাকটিস প্রশিক্ষণ, বিপনন ইত্যাদি বিষয়ে সেবা প্রদান করে আসছে।
উপজেলা মৎস্য দপ্তরের সেবা সমূহঃ
১। আধুনিক পদ্ধতিতে বাগদা চিংড়ি চাষ প্রযুক্তি সম্প্রসারণ।
২। আধুনিক পদ্ধতিতে মনোসেক্স তেলাপিয়া মাছের চাষ প্রযুক্তি সম্প্রসারণ।
৩। আধুনিক পদ্ধতিতে শিং, মাগুর মাছের চাষ প্রযুক্তি সম্প্রসারণ।
৪। আধুনিক পদ্ধতিতে কৈ মাছের চাষ প্রযুক্তি সম্প্রসারণ।
৫। আধুনিক পদ্ধতিতে গলদা চিংড়ি চাষ প্রযুক্তি সম্প্রসারণ।
৬। আধুনিক পদ্ধতিতে লোনা পানির টেংরা মাছের পোনা উৎপাদন ও চাষ প্রযুক্তি সম্প্রসারণ।
৭। কাঁকড়া ফ্যাটেনিং প্রযুক্তি সম্প্রসারণ
ক) ভাসমান খাচায় ফ্যাটেনিং
খ) পয়েন্টে/পেন ফ্যাটেনিং
গ) বক্স পদ্ধতিতে ফ্যাটেনিং
৮। চাষীদের খামারের মাটি ও পানির pH এবং পানির Ppt নির্নয়
৯। মাঠ পর্যায়ে ও অফিসে মৎস্য চাষে রোগ সংক্রান্ত পরামর্শ
১০। মৎস্য চাষে ঋণ গ্রহনে সহায়তা প্রদান।
১১। চিংড়ি ডিপোর লাইসেন্স প্রদান
১২। বরফ কলের লাইসেন্স প্রদান।
১৩। বাগদা চিংড়ি ঘেরের রেজিস্ট্রেশন প্রদান।
১৪। মৎস্য চাষে প্রয়োজনীয় যন্ত্রপাতি ক্রয়ে সঞায়তা প্রদান।
১৫। বিভিন্ন হ্যাচারী থেকে আগত বাগদা চিংড়ি পোনার পানির Ppt নির্নয়
১৬। বাগদা চিংড়ি পোনার/ রোগগ্রস্ত চিংড়ির পিসিআর (PCR) পরীক্ষার ব্যবস্থা করা।
১৭। চিংড়ি বিপনন ব্যবস্থা সহজীকরনে সংযোগ চাষী তৈরী।
১৮। জেলে নিবন্ধন করন।
১৯। মৎস্য সংশ্লিষ্ট যে কোন ধরনের প্রশিক্ষণ প্রদান।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস